Sunday, March 1, 2015

Khaleda Falu


আবার ফালু: ওমরাহ পালন করলেন খালেদা জিয়া  - ২০১২ 

11 Aug 2012   01:32:15 AM   Saturday BdST

ওমরাহ পালন করলেন খালেদা জিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম




ঢাকা: শুক্রবার ওমরাহ পালন করেছেন বিএনপি চেয়ারপারসন ও সংসদে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এদিন আসরের নামাজের পরে (বাংলাদেশ সময় রাত ১০টার দিকে) তিনি ওমরাহ পালন করেন।
পরে বিএনপির চেয়ারপারসন তার সফরসঙ্গীদের নিয়ে ইফতার  ও মাগরিবের নামাজ আদায় করেন। 

খালেদা জিয়া পবিত্র কাবা শরীফ প্রাঙ্গণে এশার নামাজ ও তারাবির নামাজ আদায় করেন এবং দেশ ও জাতির মঙ্গলের জন্য বিশেষ মোনাজাতও করেন। 
এদিকে সৌদি আরবে খালেদা জিয়ার সঙ্গে আছেন তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তার সন্তানেরা। বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে দুবাই হয়ে সৌদি আরবে পৌঁছে খালেদা জিয়ার সফরসঙ্গী হন তারা।


বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছেন বিএনপি নেত্রীর প্রেসসচিব মারুফ কামাল খান। 
৯ দিনের ব্যক্তিগত সফরে বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া।  বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছান তিনি।
বিএনপি প্রধান সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে সেখানে অবস্থান করছেন। তার সঙ্গে আরও আছেন তার ছোট ভাই শামিম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা ও তার সন্তানেরা। 
এছাড়াও আছেন সৌদি আরবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ দূত এনামুল হক চৌধুরী ও  সহকারী একান্ত সচিব (এপিএস) সুরাতুজ্জামান। 
তারা সবাই সৌদি বাদশাহর রাজকীয় মেহমান হিসেবে আছেন বলেও জানিয়েছেন মারুফ কামাল খান। 
অন্য একটি সূত্র জানায়, এ সময় খালেদা জিয়ার সঙ্গে মোসাদ্দেক আলী ফালু ও স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১২
এমএম/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর jewel_mazhar@yahoo.com

August 2012:
June 2012:
March 2011
September 2010:


মঙ্গলবার, ৭ আগষ্ট ২০১২, ২৩ শ্রাবণ ১৪১৯
ওমরাহ পালনের জন্য কাল সৌদি আরব যাচ্ছেন খালেদা জিয়া   [আগষ্ট ২০১২]
স্টাফ রিপোর্টার ॥ আগামীকাল ৮ আগস্ট বুধবার রাতে ওমরাহ পালন করতে সৌদি আরব যাচ্ছেন জাতীয় সংসদে বিরোধী দলের নেতা ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন।

তিনি সে দেশের বাদশাহর মেহমান হিসেবে মদিনার রাজকীয় দারুল আমান প্রাসাদে অবস্থান করবেন বলে জানা গেছে। সৌদি আরবে ১০ দিন অবস্থান শেষে আগামী ২৯ রমজান দেশে ফিরবেন খালেদা জিয়া। খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে সৌদি আরব যাচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ, জাতীয় সংসদে খালেদা জিয়ার এপিএস সুরাতুজ্জামান, খালেদা জিয়ার ছোট ভাই শামিম ইস্কান্দার, শামিম ইস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার নুরউদ্দিন আহমেদ ও দুই কর্মচারীসহ মোট ৯ জন। খালেদা জিয়ার আগেই সৌদি আরব যাবেন তাঁর উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু। তিনি সেখানে খালেদা জিয়ার ১০ দিনের থাকার ব্যবস্থাসহ যাবতীয় কর্মসূচী তদারকি করবেন বলে জানা গেছে
ফালু ছাড়া কি খালেদার হজ্ব-ওমরাহ হবেই না? 
লিখেছেন পলাশ৭৫ ৩০ মার্চ ২০১১, দুপুর ১২:১৭
 
বিএনপি-জামাতপন্থি পত্রিকা গুলো হয়তো লোক লজ্জার ভয়ে এই ছবিতে খালেদার পাশে ফালুর ছবি কেটে-ছেটে চেপেছে।  
প্রকৃত ছবিতে ঠিকই ফালু আছে। 
দেশের নেতানেত্রীরা নিজেকে ধর্মপন্থি জাহির করার জন্য প্রায় হজ্ব-ওমরা করে থাকেন এতে দোষের কিছু দেখি না। যদিও এসব ধর্ম-কর্ম পালনের পিছনে রাজনৈতিক উদ্দেশ্যেই প্রধান হিসেবে কাজ কড়ে। এক্ষেত্রে বিএনপি-জামাতজোটের নেতারা এগিয়ে। ছোটকালে ধর্মশিক্ষার বইও নানী-দাদীদের কাছে শুনেছি মুসলিম মেয়েদের হজ্ব-ওমরা করতে গেলে অবশ্য স্বামী বা নিকটাত্বীয় সাথে নিতে হবে, না হলে এসব কাজ কবুল হবে না। বেশ কয়েক বছর থেকে গভিরভাবে লক্ষ্য করছি, (আপনারাও হয়ত বিষয়টা লক্ষ্য করেছেন) আর তা হলো খালেদা জিয়া সাথে তার এককালের একান্ত ব্যক্তিগত সচিব মোসাদ্দেক আলী ওরফ ফালু সব কয়েকটা হজ্ব-ওমরাই থাকছেন। এবারকার ওমরাও তার ব্যতক্রম হয়নি।খালেদা জিয়া এখন পবিত্র মক্কা-মদিনায়, কিন্তু অবাক হয়ে লক্ষ্য করলাম, এবারও তার সফরসংগী ফালু। ব্যপারটা কি?  
দেখুন খালেদা সৌদি আলোচনা সভা করছেন, পাশে ফালু বসে 
বিএনপির প্রধান মুখপাত্র আমারদেশ আজকে (৩০ মার্চ, ২০১১) লিখেছে, 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী তার ছোট ভাই শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমা, চেয়ারপার্সনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালু,প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব এস এম সালেহ আহমেদ, বিশেষ সহকারী মাহবুব আল আমীন ডিউ, সাংবাদিক নুরউদ্দিন আহমেদ, স্থানীয় নেতা জামাল আহমেদ চৌধুরী, আ ক ম রফিকুল ইসলাম, মোফাজ্জল হোসেন স্বপন, তাজুল ইসলাম গাজী, সিদ্দিকুর রহমান ইমরান, শেখ আবদুল মান্নান, আবদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

দেখুন, খালেদার সাথে আছেন তার ভাইয়ের বউ, বোনের ছেলে ডিউক। আর যারা আছেন তারাও কোন কোন কাজে ওনার সফর সজ্ঞী। কিন্তু ফালু ছাড়া। বলা হতে পারে ফালু গেছেন, সৌদিতে লবিং করতে, উনি সৌদি সম্প্ররকে জানেন তাই। কিন্তু সেটা যুক্তিটা টিকে না, কারন বিগত বিএনপি আমলে সৌদিতে রাষ্ট্র দূত ছিলেন চট্রগ্রামে বিএনপি নেতা মীর নাসির উদ্দিন। উনি হয়তো যেতে পারতেন, কারন উনি সৌদিতে পরিচিত বলে। কিন্তু ফালু কেন? ডাল মে কুছ কালা হেয়? 
এই ব্লগের বিএনপি-জামাত (আধা বিএনপি) দের প্রতি আমার প্রশ্ন ফালু ছাড়া কি খালেদার হজ্ব-ওমরাহ হবেই না

খালেদা জিয়া পবিত্র ওমরাহ পালন করেছেন


 
Photo bdNews.com June 19, 2012

খালেদা জিয়ার পবিত্র ওমরাহ পালন

20 জুন 2012 – আগামীকাল রাতে খালেদা জিয়ার দেশে ফেরার কথা রয়েছে। ওমরাহ পালনের সময়খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ মোসাদ্দেক আলী ও রিয়াজ রহমান, প্রেস সচিব মারুফ কামাল খান, একান্ত সচিব এএসএম সালেহ আহমেদ, বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরীফ শাহ কামাল ...

Pageviews last month